32 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » আরও ৬৪৭ রোগী হাসপাতালে ভর্তি (১২ অক্টোবর)

আরও ৬৪৭ রোগী হাসপাতালে ভর্তি (১২ অক্টোবর)

ডেঙ্গু রোগী

বিএনএ, ঢাকা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৪৭ জন  হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৪৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৬২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২২ হাজার ৫১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৬ হাজার ৭৬২ জন, ঢাকার বাইরে ৫ হাজার ৭৫৫ জন।

অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ১৯ হাজার ৯৬১  জন। এরমধ্যে ঢাকায় মোট ১৪ হাজার ৯০৮এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫ হাজার ৫৩ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 146 


শিরোনাম বিএনএ