লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি কল্পলোক আবাসিক এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম তাজবিদুল কোরআন হাফিজীয়া নুরানী মাদ্রাসা ও ১০০ জন এতিম শিশুর জন্য পুরো ১ মাসের খাদ্যসামগ্রী ও উন্নয়নের জন্য নগদ ১ লক্ষ টাকা প্রদান করেছে।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবিদুর রহমান এমজেএফ. এর সহযোগিতায় অক্টোবর সেবা মাস উপলক্ষে বুধবার (১২ই অক্টোবর ২০২২) দুপুরে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় লায়ন আবিদুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা 315-B4 বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমদ সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ RC-HQ,
লায়ন ইন্জি: মুজিবুর রহমান RC-HQ , লায়ন এ এফ এম জহির উদ্দিন RC, ক্লাবের জোন চেয়ারপারসন লায়ন মোরশেদুল হক চৌধুরী, আবু সৈয়দ সহ আরো অন্যান্য ক্লাবের লায়ন নেতৃবৃন্দ ।
আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাসউদ ও হাফেজ আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়মন্ড সিটি ক্লাব ডিরেক্টর লায়ন এএইচএম ইলিয়াস করিম RC-HQ ।
বিএনএ, জি এন