বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে ‘রাইদা পরিবহন’ নামে একটি বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জাহিদ হোসেন (৩৫) নামে এক ওমান প্রবাসী। এ সময় অজ্ঞান পার্টির প্রতারক চক্র তার কাছে থাকা সর্বস্ব নিয়ে যায় বলে জানান স্বজনরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রবাসী জাহিদকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মোহাম্মদ ইসা জানান, ‘আমার ভাই ওমান থেকে আজই দেশে ফিরেছেন। পরে বিমানবন্দর থেকে রাইদা পরিবহনে ওঠেন। আমাদের মোবাইল ফোনে জানানো হয়, আমার ভাই যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। পরে আমি যাত্রাবাড়ী থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার সঙ্গে শুধু একটি লাগেজ ও একটি মোবাইল ফোন আছে। এছাড়া তার পকেটে থাকা বিদেশি মুদ্রা ও টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। ভাইয়ের জ্ঞান ফেরার পর জানা যাবে কী পরিমাণ টাকা তার কাছে ছিল । আমাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলা এলাকায়।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে ওমান ফেরত এক প্রবাসীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই জানান আজই তিনি ওমান থেকে দেশে ফিরেছেন এবং রাইদা পরিবহনে যাওয়ার সময় বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/এইচমুন্নী