32 C
আবহাওয়া
১০:২০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগের দাবিতে এবার অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, চবিতে ভিসি দিবি’, ‘রাবি যখন ভিসি পাই, চবি কেন পিছিয়ে যায়’, ‘ঢাবি যখন ভিসি পাই, চবি কেন পিছিয়ে যায়’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, গত ১ মাস হলো  বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদত্যাগ করেছেন। এরমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে ক্লাসও শুরু হয়েছে, হলগুলো খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে চবিতে ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে। মনে হচ্ছে, এখানে কোন লোকজন থাকে না। শিক্ষার্থীদের পড়াশোনা নেই। এজন্য আমরা চাই, অতি দ্রুত চবিতে দক্ষ, যোগ্য, শিক্ষার্থীবান্ধব এবং গবেষণাবান্ধব উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে অবহেলা করা হচ্ছে। স্বায়ত্তশাসিত তিন বিশ্ববিদ্যালয় উপাচার্য পেলেও আমরা কেনো পাচ্ছি না? এতে করে আমাদের ক্লাস শুরু হচ্ছে না। আমরা সেশনজটের আশঙ্কায় পড়েছি। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতক শেষ হয়ে যাচ্ছে, আমরা পরীক্ষায় বসতে পারছি না।

প্রসঙ্গত, উপাচার্য নিয়োগের দাবিতে গত ৮ সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা। গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেছেন। এরপর থেকে ১ মাস উপাচার্যহীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি। ফলে ব্যাহত হচ্ছে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

বিএনএ/সুমন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ