26 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া

বিএনএ, ঢাকা:  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রাক্তন কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার হয়েছেন।

বুধবার(১১ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি বিশেষ দল তাকে আটক করেছে।

এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি জানান, আছাদুজ্জামান মিয়াকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রুজু করা হয়েছে।

২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে আছাদুজ্জামান মিয়াসহ বর্তমান ও প্রাক্তন ১৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এই মামলা দায়ের করেন জনির বাবা ইয়াকুব আলী।

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৯৬০ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণকারী আছাদুজ্জামান মিয়া ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

পুলিশ বাহিনীতে যোগদানের পর তিনি সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিও, নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ সেন্টার, খুলনা, চট্টগ্রাম, ঢাকা এবং হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবেও কাজ করেছেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তিনি ডিএমপি কমিশনার হিসেবে যোগ দেন।

২০১৯ সালের ১৩ আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তাকে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর তাকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে নবগঠিত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়।

আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হিসেবে বিপুল সম্পত্তির মালিক। তার সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে, যা তিনি নিজের নামে নয়, স্ত্রী, সন্তান এবং শ্যালক-শ্যালিকার নামেও গড়ে তুলেছেন।

এছাড়াও অভিযোগ রয়েছে যে, তিনি ডিএমপিতে ঘুস এবং বদলি বাণিজ্যের মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে এই বিপুল সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। ঢাকার অভিজাত এলাকা সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা স্কুলের পাশে রূপায়ণ স্বপ্ন নিলয়ে ১১ তলা বিশিষ্ট একটি ভবনে প্রায় সাড়ে ৩ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট আছাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে রয়েছে বলে জানা গেছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ