28 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » এবার পদত্যাগ করলেন চবির দুই উপ-উপাচার্য ও ছাত্র উপদেষ্টা

এবার পদত্যাগ করলেন চবির দুই উপ-উপাচার্য ও ছাত্র উপদেষ্টা


চবি প্রতিনিধি: উপাচার্যের পর এবার পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী (প্রশাসন) ও অধ্যাপক বেনু কুমার দে (একাডেমিক)। এছাড়া পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী।

সোমবার (১২ আগস্ট) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

দায়িত্ব নেওয়ার মাত্র ৫ মাসের মধ্যে সরে দাঁড়ালেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। অন্যদিকে ২০২১ সালের ৬ মে অধ্যাপক বেনু কুমার দে উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পান।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চবি ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও হল থেকে শিক্ষার্থীদের বের করে ছাত্রলীগকে আশ্রয় করে দেওয়ার অভিযোগ তুলে সরকার পতনের পর দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পড়ে সব হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডি। পদত্যাগ না করায় চবি প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করার পর পদত্যাগ করলেন দুই উপ-উপাচার্য ও ছাত্র উপদেষ্টা।

বিএনএ/ সুমন,ওজি/হাসনা


শিরোনাম বিএনএ