24 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২০

ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২০

rain

বিশ্ব ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ জন নিহত হয়েছেন। গত শনিবার ও রোববার দুইদিনে রাজ্যটির বিভিন্ন স্থানে পানিতে ডুবে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে রাজস্থানের জয়পুর, দৌসা করৌলি, সাওয়াই মাধোপুর, গঙাপুর এবং ভরতপুরের রাস্তায় পানি জমে গেছে। এই জেলাগুলোতে আজ সোমবার সরকারি-বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা ঘোষণা করা হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজস্থানের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক করেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ