16 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় মসজিদে ধস, জুমার নামাজরত ৭ জনের মৃত্যু

নাইজেরিয়ায় মসজিদে ধস, জুমার নামাজরত ৭ জনের মৃত্যু

নাইজেরীয়া

বিশ্ব ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনা রাজ্যের জারিয়াতে মুসল্লিতে ভরা মসজিদের একটি অংশ ধসে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শহরের কেন্দ্রীয় মসজিদে শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজ আদায়ের করার সময় এ ঘটনা ঘটে।

জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই এসব নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুমার নাজাম ঘিরে শিত শত মুসল্লী মসজিতে আসেন। এক পর্যায়ে মসজিদের একটি অংশ ধসে পড়ে। শুরুতে চারটি মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার হয়। ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মিত হয়েছিল।

কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কেবল গত বছরে পশ্চিম আফ্রিকার দেশটিতে এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ধরনের বিপর্যয়ের জন্য বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে কর্তৃপক্ষ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ