28 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আফগান সেনা প্রধান বরখাস্ত

আফগান সেনা প্রধান বরখাস্ত

আফগান সেনা প্রধান বরখাস্ত

বিএনএ বিশ্ব ডেস্ক: তালেবানের একের পর এক প্রাদেশিক রাজধানী দখলের মধ্যেই সেনাপ্রধানকে বরখাস্ত করলো আফগান সরকার।সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আবদুস সাত্তার।

আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার তালেবানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়। ফলে জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেয়া হল।মাত্র দুই মাস আগে তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

নতুন সেনাপ্রধানের দায়িত্ব দেয়া হয়েছে মেজর জেনারেল হায়বাতুল্লাহ আলিজাইকে। তিনি এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে  ক্ষিপ্র গতিতে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে জঙ্গি সংগঠন তালেবান। আফগান সেনাবাহিনী সংগঠনটির  বিরুদ্ধে লড়াই চালু রাখলেও তেমন শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারছে না। তীব্র যুদ্ধ পরিস্থিতিতে সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে জেনারেল আলীজাইকে অযোগ্য ঘোষণা করে তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান একাধিক আফগান সংসদ সদস্য।

এ পর্যন্ত ৩৪ টি প্রদেশিক রাজধানীর ৯ টিই তালেবানের দখলে চলে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ তালেবানরা গজনি শহরে প্রবেশ করেছে, সেখানে তীব্র লড়াই চলছে।

বুধবার(১১আগস্ট)উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফ পরিদর্শন করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তালেবানরা শহরটি অবরুদ্ধ করে রেখেছে। সেই শহরে সরকারি বাহিনীর মনোবল বাড়াতে যান প্রেসিডেন্ট।

এদিকে, গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রায় ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ায় কোনও অনুতাপ নেই তার। নিজেদের দেশ রক্ষায় আফগান নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে, গত এক মাসে দেশটিতে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে এক হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ