বিএনএ, খাগড়াছড়ি: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। এসময় রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল প্রজেক্ট ডাইরেক্টর ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব মো. সরোয়ার আলম উপস্থিত ছিলেন।
পরিদর্শনে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন ও সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক মো. রাজু আহম্মদ ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাশ।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী