27 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ড্রাইভিং কোর্স ফি বাড়াল বিআরটিসি

ড্রাইভিং কোর্স ফি বাড়াল বিআরটিসি

ড্রাইভিং কোর্স ফি বাড়াল বিআরটিসি

বিএনএ, ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালিত ড্রাইভিং কোর্সের ফি বাড়ানো হয়েছে। প্রতিটি কোর্সে ফি বেড়েছে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। মঙ্গলবার (১১ জুলাই) বিআরটিসির মহাব্যবস্থাপক (প্রশিক্ষণ ও অপারেশন) মেজর মো. নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

এর আগে বিআরটিসির পরিচালনা পর্ষদের ২৯৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশের তথ্যমতে, বেসিক ড্রাইভিং (ভারী) আট সপ্তাহের কোর্সের ফি ছিল ৯ হাজার টাকা। সেটি ২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ১১ হাজার টাকা। আপ-গ্রেডিং ড্রাইভিং (ভারী) চার সপ্তাহের কোর্সের ফি ছিল ৪ হাজার ৫০০ টাকা। সেটি এক হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা। বেসিক ড্রাইভিং (হাল্কা) চার সপ্তাহের কোর্সের ফি ছিল ৬ হাজার টাকা। সেটি ২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৮ হাজার টাকা। আপ-গ্রেডিং ড্রাইভিং (হালকা) দুই সপ্তাহের কোর্সের ফি ছিল ৩ হাজার ৫০০ টাকা। সেটি এক হাজার ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা এবং ওরিয়েন্টেশন এক সপ্তাহের কোর্সের ফি ছিল এক হাজার টাকা। সেটি ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে এক হাজার ৫০০ টাকা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ