17 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে বাসচাপায় খালা-ভাগ্নির মৃত্যু

টাঙ্গাইলে বাসচাপায় খালা-ভাগ্নির মৃত্যু

বাস চাপায়

বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলের সদর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার কাঠুয়াজানি গ্রামের পোশাক শ্রমিক মৌসুমি আক্তার (৩৫) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার টেংকিমারী গ্রামের রেজাউল করিমের শিশুকন্যা রিয়া মনি (৫)।নিহতরা সম্পর্কে খালা-ভাগ্নি বলে জানা গেছে।

এলেঙ্গা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ওসি মো. আতাউর রহমান জানান, দুপুরে উত্তরবঙ্গ থেকে এসআই পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে উপজেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় বিপরীতমুখী অটোরিকশাকে ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. নবীন জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ