23 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » জুয়া খেলায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

জুয়া খেলায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে যুবক খুন


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে জুয়া খেলায় বাধা দেয়ায় ঋতিক মিয়া (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঋতিক মারা যায়।

নিহত ঋতিক মিয়া বাকৃবি শেষ মোড় চক ছত্রপুর নদীর পাড় এলাকার মিলন মিয়ার ছেলে। তিনি বাকৃবিতে অস্থায়ী বাবুর্চির চাকরী করতেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ঋতিক মিয়াকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে নিহত ঋতিকের বড় ভাই শিশির হোসেন বলেন, বিকালের দিকে বাকৃবি শেষ মোড় চক ছত্রপুর নদীর পাড় আমাদের মুদির দোকানের পাশে টিপুর নেতৃত্বে বেশ কয়েকজন যুবককে নিয়ে জুয়া (চাঁনধান) খেলছিল এবং চিৎকার করছিল। আমি, বাবা ও ঋতিক তাদের জুয়া খেলতে নিষেধ করলে তারা সবাই আমাদের মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়।

ঘটনার আধা ঘন্টা পর ঋতিক চা খেতে পাশের দোকানে যায়। চা খাওয়ার সময় টিপু, জামান দল বেধে এসে ঋতিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় ঋতিক ছুরিকাঘাতের আঘাত নিয়ে আহত অবস্থায় হেটে  দোকানে আসে। এমতাবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে টিপু, জামান, শরীফ, অনিক, শান্ত তাকে মেরেছে বলে জানায়। পরে হাসপাতালে অক্সিজেন লাগানোর কিছুক্ষন পরে সে মারা যায়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দ বলেন, জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবক মারা গেছে এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ