27 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - জুলাই ৭, ২০২৫
Bnanews24.com
Home » পাচারের অর্থ ফেরত চান ড. ইউনূস, দেখা দিচ্ছেন না স্টারমার

পাচারের অর্থ ফেরত চান ড. ইউনূস, দেখা দিচ্ছেন না স্টারমার


বিএনএ ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করছেন  না  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার । বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ দাবি করেছে ।

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, যেখানে তিনি শেখ হাসিনার পতনের পর বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সমর্থন চেয়ে সফর চালিয়ে যাচ্ছেন।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে বলেন, যুক্তরাজ্যের ‘নৈতিক দায়িত্ব’ আছে বাংলাদেশকে চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধারে সাহায্য করার। তার ভাষায়, এ অর্থ ‘চুরি করা হয়েছে’ এবং এর একটি বড় অংশই এখন যুক্তরাজ্যে রয়েছে বলে তিনি দাবি করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমার স্টারমারের সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি। তবে আমার কোনো সন্দেহ নেই যে, তিনি বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করবেন।”

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য সরকার থেকে জানানো হয়েছে, কিয়ার স্টারমারের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। যদিও এ বিষয়ে তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।

বাংলাদেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার শাসনামলে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। যুক্তরাজ্য এসব অর্থের অন্যতম প্রধান গন্তব্য। এছাড়াও কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ পাচার হয়েছে বলেও দাবি করেন ড. ইউনূস।

টিউলিপ সম্প্রতি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। তবে ড. ইউনূস স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি টিউলিপের সঙ্গে দেখা করবেন না। তার ভাষায়, “এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি আইনি প্রক্রিয়া।”

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ