20 C
আবহাওয়া
১:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও আবু সালেহ স্মরণ সভা ১৭ জুন

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও আবু সালেহ স্মরণ সভা ১৭ জুন

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও আবু সালেহ স্মরণ সভা

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক গণপরিষদ সদস্য, এম. আবু ছালেহ স্মরণ সভা শনিবার( ১৭ জুন ২০২৩) সাতকানিয়া আদালত ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী জানান, স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি প্রদান করেছেন।

তাছাড়া সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম,  দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইলাম চৌধুরী,  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করবেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ