19 C
আবহাওয়া
৪:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শাহ আমানত বিমানবন্দরে ৪ লাখ টাকা সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৪ লাখ টাকা সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ লাখ টাকা সিগারেট জব্দ

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত আবদুল মোমেন নামে এক যাত্রীর ব্যাগেজ থেকে ২শ’ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (১১ জুন) রাতে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৫৯২ ফ্লাইটের ওই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। তার বাড়ি সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা অধিদফতর সূত্রে জানা গেছে,  ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ২শ’ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট জব্দ করে শুল্ক গোয়েন্দা টিম। প্রতি কার্টন ২ হাজার টাকা বাজারমূল্য হিসাবে এসব সিগারেটের দাম প্রায় ৪ লাখ টাকা।

রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে এসব সিগারেট। সিগারেটগুলো ডিএম করে বিমানবন্দর কাস্টমসকে বুঝিয়ে দেওয়া হবে। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ