16 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » অবশেষে ‘কলঙ্কমুক্ত’ রোনালদো

অবশেষে ‘কলঙ্কমুক্ত’ রোনালদো

রোনালদো

বিএনএ স্পোর্টস ডেস্ক: অবশেষে ধর্ষণের মামলা থেকে নিষ্কৃতি পেলেন হালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল স্কাই স্পোর্টস সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। ২০১৮ সালে মডেল ক্যাথরিন মায়োরগা অভিযোগ করেন ২০০৯ সালে নাকি তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার।

১০ বছর আগের সেই ঘটনায় রোনালদোর কোন অর্থদণ্ড হবে না এমনটা তিন বছর আগে জানিয়েছিল আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়াতেই সেবার রায় এসেছিল সিআর সেভেনের পক্ষেই।

মায়োরগা আরও দাবি করেছিলেন সেই সময় তাকে লাস ভেগাসের একটি হোটেল রুমে নিয়ে যান রোনালদো। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখতে সে সময় তাকে ৩ কোটি ৫১ লাখ টাকাও নাকি দিয়েছিলেন ম্যানইউ তারকা।

তবে রোনালদো সবসময়ই দাবি করে আসছিলেন তিনি নির্দোষ। এবার সেই স্বীকৃতি মিলল আদালত থেকেও। ইউএসএর জেলা জজ জেনিফার ডোরসে শুক্রবার কোর্ট থেকে মামলাটি খারিজ করে দেন। তিনি বলেন, ‘সংগৃহিত নমুনা ও দাখিলকৃত কাগজপত্রের মাঝে কোন বিশ্বস্ততা নেই।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ