বিএনএ,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদী খান এলাকায় পারিবারিক কলহের জেরে যুক্তরাষ্ট্রের নাগরিক মাইকেল রোজারিও (৭২) কে গুলি করে হত্যা করেছে তার আপন ভাতিজা। এ ঘটনায় পুলিশ ভাতিজা গ্রেনেড রোজারিওকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১১ জুন)রাত সাড়ে ১২ টার দিকে গুলি করে গ্রেনেড। গুলির আওয়াজ শুনে আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে এসে
রক্তাক্ত অবস্থায় দেখতে পায় রোজারিও কে। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঢাকার কোতোয়ালি থানার উপ- পরিদর্শক (এস আই) মো. লাল মিয়া জানান, পারিবারিক কলহের জেরে তারই ভাতিজা এক নলা বন্দুক দ্বারা গুলি করে হত্যা করেছে। পরে ঘটনাস্থল থেকে ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকায়। সে মৃত ফালু রোজারিওর ছেলে। গত ২ মাস আগে নিউইয়র্ক থেকে বাংলাদেশব আসেন। গ্রেনেড রোজারিও নিউইয়র্ক প্রবাসী।
বিএনএনিউজ/আজিজুল,মনির
Total Viewed and Shared : 131