বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে দুই অয়েল মিল থেকে দুই হাজার সয়াবিন তেল উদ্ধার করেছে জেলা ভোক্তা অধিকার। এসময় ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি বাজারে এসব জরিমানা করা হয়। এসময় আঠারবাড়ি অয়েল মিল থেকে ১ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধারের পর ২০ হাজার টাকা জরিমানা ও সেলিম অয়েল মিল থেকে ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধারের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকারের উপ-পরিচালক নিশাত মেহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে আঠারবাড়ি অয়েল মিল ও সেলিম অয়েল মিলে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করার অপরাধে ৩০ হাজার জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের সময় ক্যাবের সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ, ঈশ্বরগঞ্জের সেনিটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।
বিএনএ/ হামিমুর রহমান , ওজি