26 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল মজুত!

খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল মজুত!

খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল মজুত!

 

বিএনএ ডেস্ক, ঢাকা: খুলনার বড়বাজারের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন এবং ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল উদ্ধার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ বসাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তিন প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা তেল সঠিক মূল্যে বিক্রির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে সাহা ট্রেডার্সে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল তেল মজুত পাওয়া যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিলীপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার তেল মজুত পাওয়া যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল মজুত পাওয়া যায়। এ দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোজ্য তেলের বাজার স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ অভিযান অব্যহত রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

বিএনএ/এআর

Loading


শিরোনাম বিএনএ