20 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » মালদ্বীপ মানবাধিকার কমিশনের প্রেসিডেন্টের সাথে সার্ক মানবাধিকার মহাসচিবের সাক্ষাৎ

মালদ্বীপ মানবাধিকার কমিশনের প্রেসিডেন্টের সাথে সার্ক মানবাধিকার মহাসচিবের সাক্ষাৎ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

মালদ্বীপ :  দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহের  মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার পূর্বে মোড়লদের নিজ নিজ দেশের বিষয়ে সচেতন হওয়া উচিত।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী মালদ্বীপ মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট মারিয়ম মুনা -এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

বৃহস্পতিবার( ১২ মে, ২০২২) মালদ্বীপ সফরত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর নেতৃত্বে সার্ক মানবাধিকার প্রতিনিধি দল মালদ্বীপ মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট মারিয়ম মুনা -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময়ে দুই দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মালদ্বীপ মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট মারিয়ম মুনা বলেন, মোড়ল দেশগুলোর চেয়ে দক্ষিণ এশিয়ার দেশসমূহের মানবাধিকার পরিস্থিতি অনেক উন্নত। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মালদ্বীপের মানবাধিকার কমিশন পর্যবেক্ষণ করে, বাংলাদেশ সরকারের আন্তরিকতা সত্বেও কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জনবহুল দেশ হিসেবে স্বাভাবিক।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, মালদ্বীপ মানবাধিকার কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আহমেদ আদম আব্দুল্লাহ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মালদ্বীপের বিশেষ প্রতিনিধি ও মালদ্বীপের কর্মসংস্থান ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট আমজাদ মোস্তফা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও bnanews24.com এবং বাংলাদেশ নিউজ এজেন্সির -এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক বঙ্গবন্ধু গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ