26 C
আবহাওয়া
৩:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » গাছ চাপায় মারা গেল বাবা , বস্তা চাপায় ছেলের মৃত্যু

গাছ চাপায় মারা গেল বাবা , বস্তা চাপায় ছেলের মৃত্যু

গাছ চাপায় মারা গেল বাবা , বস্তা চাপায় ছেলের মৃত্যু

বিএনএ,ঢাকা: গাছ চাপায় বাবা বাবলুর রহমানের মৃত্যুর ৫ বছর পর বস্তা চাপায় জুনায়েদ হােসেন (১১) নামের এক ছেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া বাবা-ছেলে মেহেরপুরের গাংনী উপজেলার ষােল টাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামের বাসিন্দা। নিহত জুনায়েদ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

বুধবার(১১ম) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে জুনায়েদ হােসেনের মৃত্যু হয়।

নিহত জুনায়েদ-এর চাচা আসাদুল হক জানান,বুধবার সকাল ১১টার দিকে কাষ্টদহ গ্রামের আক্কাস আলীর বাড়ির একটি ঘর থেকে মাছের খাদ্যের বস্তা নামাচ্ছিল জুনায়েদ। বস্তা নামানাের এক পর্যায়ে আকস্মিক ওই বস্তার নিচে চাপা পড়ে সে আহত হয় ।স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে, সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরই তার মৃত্যু হয়।

উল্লেখ্য,গত ৫ বছর (পূর্বে) আগে গাছ কাটতে গিয়ে গাছ চাপা পড়ে জুনায়েদ -এর বাবা বাবলুর রহমান মারা গিয়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ