26 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাই‌য়ে মাদ্রা‌সা শিক্ষার্থী নি‌খোঁজ

মিরসরাই‌য়ে মাদ্রা‌সা শিক্ষার্থী নি‌খোঁজ


বিএনএ, মিরসরাই( চট্টগ্রাম) : মিরসরাই‌ সদ‌রের ফারু‌কিয়া মাদ্রাসার হেফজ বিভা‌গের ফাহাদ আল জুবা‌য়ের লা‌বিব (১১) নামে এক শিশু শিক্ষার্থী নি‌খোঁজ হ‌য়ে‌ছে।বুৃধবার ( ১১ মে ) দুপু‌রের পর মাদ্রাসা থে‌কে বের হ‌য়ে ফিরে আ‌সে‌নি। ‌নি‌খোঁজ শিক্ষার্থীর প‌রিবা‌রের দা‌বি ইচ্ছার বিরু‌দ্ধে মাদ্রাসায় রে‌খে আসায় সে পা‌লি‌য়ে‌ আত্ম‌গোপন ক‌রে‌ছে। ফাহাদ উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পৃর্ব হাইত কান্দি কচুয়া গ্রামের ইমাম উদ্দিন মাল বাড়ির মোঃ ফরিদুল ইসলামের পুত্র।

ফ‌রিদুল ইসলাম জানান, তার শিশু সন্তান লা‌বিব রোজার মাস পু‌রোটাই বাড়ি‌তে ছিল। ই‌দের ছু‌টির পর বুধবার মা‌য়ের সা‌থে সে মাদ্রাসায় যায়। মাদ্রাসায় রে‌খে মা বা‌ড়ি ফির‌লে অপ‌রি‌চিত লোক জানায় তার ছে‌লে মাদ্রাসা থে‌কে পা‌লি‌য়ে‌ছে।‌ উপ‌জেলার বমনসুন্দর বাজার থে‌কে পুনরায় তা‌কে মাদ্রাসায় পৌ‌ছে দেন অপ‌রি‌চিত লোকজন। ঘটনা জান‌তে পে‌রে খালা না‌ছিমা‌কে পাঠা‌নো হয় মাদ্রাসায়। খালা না‌ছিমার সা‌থে লা‌বিব আবার মাদ্রাসা ত‌্যাগ ক‌রে। খালা না‌ছিমা তা‌কে বাসায় নি‌য়ে যে‌তে চাই‌লে সে সট‌কে প‌ড়ে ও আত্ম‌গোপন ক‌রে।

রাত ১২ টায় এই সংবাদ লিখা পর্যন্ত  ওই শিক্ষার্থীর কোন খোঁজ পাওয়া যায়‌নি।  ছে‌লে নি‌খো‌ঁজের বিষয়‌টি মিরসরাই থানা‌কে মৌ‌খিকভাবে অব‌হিত করা হ‌য়ে‌ছে বলে ফ‌রিদুল ইসলাম জানান।

বিএনএ/ আশরাফ উ‌দ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ