18 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » হামাসের দেড় হাজার রকেট হামলায় ৬ ইসরায়েলি নিহত

হামাসের দেড় হাজার রকেট হামলায় ৬ ইসরায়েলি নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামাস এ পর্যন্ত প্রায় দেড় হাজার রকেট নিক্ষেপ করেছে। এতে ছয় ইসরায়েলি নিহত এবং আহত হয়েছেন আটজন। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য, ১৬ বছরের বালিকা ও তার ৫২ বছর বয়সী বাবা রয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার (১২ মে) আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪ শিশুসহ ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। ইসরায়েলি হামলায় গাজার একটি বহুতল ভবন ভেঙে পড়েছে। আরেকটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ