26 C
আবহাওয়া
৭:৪৯ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়াল

ভারতে একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়াল

করোনায় ৩ জনের মৃত্যু,

বিএনএ, বিশ্ব ডেস্ক : মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে সংক্রমণ ঠেকানো যাচ্ছেনা কোনভাবেই। ভাইরাসটিতে হাজার হাজার মানুষে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণে অনেকের মৃত্যু হচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ২০৫ জনের।

বুধবার সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃত্যু দাঁড়াল ২ লাখ ৫৪ হাজার ২২৫। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। ফলে শনাক্ত পৌঁছাল ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে।

ভারতে গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এছাড়া ৭ মে করোনায় একদিনে দেশটিতে চার হাজার মৃত্যুর রেকর্ড হয়।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা