বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা সখিনা ফাতেমী ও প্রকৌশলী ইকবাল উদ্দীন চৌধুরী দম্পতিকে চাপা দেওয়া ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানির মিক্সারবাহী গাড়ির চালককে আটক করেছে র্যাব। রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাতিমোহন গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।
আটক মো. আলী হোসেন মাগুরা জেলার সদর থানার পারনান্দুয়ালী এলাকার মো. ইলিয়াস হোসেনের ছেলে। সে চট্টগ্রামে পরিবার নিয়ে বসবাস করতো।
র্যাব জানায়, ঘটনার পর ঘাতক চালক আত্মগোপনে চলে যায়। র্যাবের গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এর আগে গতবার (৬ এপ্রিল) বুধবার বিকেলে নগরীর লালখান বাজারের ইস্পাহানি মোড়ে ফ্লাইওভারের সামনে ম্যাক্স কনস্ট্রাকশনের কংক্রিট মিক্সচার ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা প্রকৌশলী ইকবাল উদ্দিন চৌধুরী ও তার শিক্ষক স্ত্রী সখিনা ফাতেমি মারা যান।
বিএনএনিউজ/এইচ.এম।