19 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ট্রেক ইস্যুর আবেদনের সময় বাড়ল ৪৫ দিন

ট্রেক ইস্যুর আবেদনের সময় বাড়ল ৪৫ দিন

ট্রেক ইস্যুর আবেদনের সময় বাড়ল ৪৫ দিন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃক নতুন ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যুর আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩০ মে  বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

সোমবার (১২ এপ্রিল) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  এর আগে নতুন ট্রেক ইস্যুর আবেদনের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

করোনা পরিস্থিতির ভয়াবহতার বিবেচনায় উদ্ভুত পরিস্থিতিতে সরকারের নিষেধাজ্ঞা বিবেচনায় আগ্রহী আবেদনকারীগণ/প্রতিষ্ঠানসমূহ যথাসময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতিতে বাধাঁগ্রস্ত হয়। তাই সিএসই বোর্ড আগ্রহী আবেদনকারীগণ/প্রতিষ্ঠানসমূহের অনুরোধের ভিত্তিতে সময়সীমা বর্ধিত করে নতুন সময় নির্ধারণ করেছে।

আগ্রহী আবেদনকারীগণ/প্রতিষ্ঠানসমূহ/প্রার্থীগণ এর নিকট হতে সীলগালা খামের উপরে Offer for TREC লিখে ব্যবস্থাপনা পরিচালক , চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি., সিএসই বিল্ডিং, ১০৮০, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি., ইউনুস ট্রেড সেন্টার (লেভেল-১৫), ৫২-৫৩, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি., বাড়ীর নাম- রওশন, বাড়ী নং-৩২, রোড-৩২,নিকুঞ্জ-০১, ঢাকা-১২২৯, বরাবর দরখাস্ত আবেদন করতে পারবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্ম এবং অন্যান্য আনুষাঙ্গিক তথ্য নিম্নোক্ত লিংক থেকে ডাউনলোড করা যাবেঃ
http://www.cse.com.bd/new.trec_cse_adhttp://www.cse.com.bd/new.trec_cse_ad

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ