30 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে পিআইওর ওপর হামলাকারী সেই ‘কালা শহীদ’ গ্রেপ্তার

রাউজানে পিআইওর ওপর হামলাকারী সেই ‘কালা শহীদ’ গ্রেপ্তার

রাউজানে পিআইওর ওপর হামলাকারী সেই ‘কালা শহীদ’ গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দীকার ওপর হামলাকারী সেই শহিদুল ইসলাম ওরফে কালা শহীদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে রাউজান পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহীদুল ইসলাম ওরফে কালা শহীদ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামের শরীফ বাড়ির মৃত মাদুল ড্রাইভারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া। তিনি জানান, পিআইও’র উপর হামলার ঘটনায় জড়িত শহীদকে গ্রেপ্তারের পর আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা নিজ অফিস কক্ষে হামলার শিকার হন। এ সময় গিয়ে কালা শহীদ তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাতের চেষ্টা চালায়। পরবর্তীতে অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর চালায় শহীদ।

পিআইও আয়েশা সিদ্দীকা বলেন, ‘আমি রাউজানে জয়েন করার পর থেকে শহীদ নামে এক ব্যক্তি আমার অফিসে বার বার আসতেন। বলতেন আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কাজ (প্রকল্প) দেন। তার চাওয়াটা এরকম যে, তাকে প্রকল্প দিলে তিনি স্টাবলিশ হবেন। তাছাড়া কখনো কম্বল, কখনো প্রকল্প চাইতেন। উনি জনপ্রতিনিধি না হওয়ায় আমি তার সে প্রস্তাব প্রত্যাখান করে আসছি। তাছাড়া লাইসেন্সধারী কোনো ঠিকাদার নয়। এতে ক্ষুব্ধ হয়ে আমাকে কয়েকবার হুমকি দেয়।’

‘নিজেকে বিএনপি নেতা দাবি করে বলে তিনি রাজনীতি করেন, তার অস্ত্র আছে। আমি তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলার জন্য বললেও তার দাবি, যে কোনো মূল্যে কাজ দিতে হবে।’

তিনি বলেন, ‘অফিস চলাকালীন বেহায়া মানুষের মতো আমাকে ডিস্টার্ব করতো। পরে আমি উর্ধ্বতন বিএনপি নেতা (বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে অবহিত করলে তিনি স্পষ্ট বলে দেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। ওই দিন আমাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে আমি মাথা সেভ করি। এর পর আমার অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।’
এ ঘটনায় ওই নারী প্রকল্প কর্মকর্তা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ