30 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » শাহ আমানতে মোয়াল্লেমের কাছে মিলল ১২টি স্বর্ণের চুড়ি

শাহ আমানতে মোয়াল্লেমের কাছে মিলল ১২টি স্বর্ণের চুড়ি

শাহ আমানতে মোয়াল্লেমের কাছে মিলল ১২টি স্বর্ণের চুড়ি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক মোয়াল্লেমের কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম শাহিন আল মামুন। তিনি রাঙ্গামাটি জেলার বাসিন্দা এবং ওমরা হজের মোয়াল্লেম হিসেবে কাজ করেন।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

বাহক মোয়াল্লেম বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে আন্তর্জাতিক আগমনি ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার হাতব্যাগ এবং প্যান্টের পকেট তল্লাশি স্বর্ণের চুড়িগুলো জব্দ করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাজিতক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যাত্রী শাহিন আল মামুন বুধবার সকাল ৮টা ৩৬ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেন। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শাহিন আল মামুনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ