25 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ


বিএনএ, বিশ্বডেস্ক: হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতা বৃদ্ধির পর পদত্যাগ করলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য সোমবার জ্যামাইকায় মিলিত হন আঞ্চলিক নেতারা। এর পরই এরিয়েল হেনরির পদত্যাগের খবর এল।

বিবিসি বলছে, সশস্ত্র গ্যাং বাড়ি ফিরতে বাঁধা দেয়ায় বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন হেনরি। ২০২১ সালের জুলাইয়ে সাবেক রাষ্ট্রপতিকে হত্যা করা হয়। এরপর থেকে তিনিই দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।

চলতি মাসের শুরুর দিকে রাজধানীর দুইটি কারাগারে হামলা চালায় গ্যাংরা। সে সময় হাইতিতে যৌথ বাহিনী মোতায়েনের চুক্তিতে স্বাক্ষর করতে কেনিয়া সফরে ছিলেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তার ফিরে আসায় বাঁধা দিতে বিমানবন্দরে হামলা চালায় গ্যাংরা। ফলে তিনি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন। সহিংসতা শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে গ্যাং দলগুলো।

প্রেসিডেন্ট মইসি হত্যার পর থেকেই ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হেনরি। ২০১৬ সাল থেকে হাইতিতে কোনও নির্বাচন হয়নি।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ