16 C
আবহাওয়া
১১:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ-শ্রীলংকা: বুধবার চট্টগ্রামে শুরু ওয়ানডে

বাংলাদেশ-শ্রীলংকা: বুধবার চট্টগ্রামে শুরু ওয়ানডে

বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ- শ্রীলংকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বুধবার(১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। এবার সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলংকা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৩ মার্চ, দ্বিতীয় ম্যাচ ১৫ এবং শেষ ম্যাচ ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার(১২ মার্চ) থেকে পাওয়া যাচ্ছে ওয়ানডে সিরিজের টিকিট। সর্বনিম্ন ২০০ টাকাতে টিকিট কিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। পশ্চিম গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা।

এছাড়া পূর্ব গ্যালারির টিকিট কিনতে হলে খরচ করতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউজ গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে খরচ পড়বে ১০০০ টাকা। এছাড়া রুফ টপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা করে।

ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন মিলবে টিকিট। বিট্যাক সার্কেলের সাগরিকা টিকিট কাউন্টার এবং এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

বিএনএ,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ