বিএনএ, বিশ্বডেস্ক : ৫০ বছর বয়স্ক স্বামীর মাথা বিচ্ছিন্ন করে সেটি বাড়ির মন্দিরে সাজিয়ে রাখলো স্ত্রী। শনিবার (১২ মার্চ) ভোরে ত্রিপুরার খোয়াই জেলায় ওই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
খোয়াইয়ের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, এই হত্যাকাণ্ডের এখনো কোনো সঠিক কারণ জানা যায়নি। তবে দম্পতির বড় ছেলে দাবি করছেন, সম্প্রতি তার মা মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তিনি। আর এজন্য স্থানীয়ভাবে তার গ্রাম্য চিকিৎসা চলছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় খোয়াইয়ের ইন্দিরা কলোনির গ্রামের বাড়ি থেকে ৪২ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেখানে তার দিনমজুর স্বামী রবীন্দ্র তাঁতি ও তাদের দুই শিশু ছেলেকে নিয়ে থাকতেন।
বিএনএনিউজ/এইচ.এম।