30 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিমা অস্ত্র চালানের ওপর হামলা চালাবে রাশিয়া

পশ্চিমা অস্ত্র চালানের ওপর হামলা চালাবে রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনে অস্ত্রের চালান পাঠায় তাহলে তার উপর রুশ সামরিক বাহিনী হামলা চালাবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ কথা বলেছেন।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যদি অস্ত্রের চালান পাঠানোর মতো কোনো বিপজ্জনক পদক্ষেপ নেয় তাহলে অস্ত্রের বহরগুলো রাশিয়ার বৈধ টার্গেটে পরিণত হবে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো যখন ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিচ্ছে তখন রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি বার্তা দেয়া হলো।

সের্গেই রিয়াবকভ আরো বলেছেন, আমেরিকা যদি নিরাপত্তা সংলাপ শুরু করতে চায় তাহলে রাশিয়া তাতে যোগ দিতে প্রস্তুত রয়েছে। তবে সর্বশেষ রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই ইস্যুতে যে আলোচনা হয়েছিল তা থেকে রাশিয়ার বর্তমান অবস্থান অনেকটা পরিবর্তন হয়ে গেছে।

তিনি বলেন, রাশিয়া ন্যাটো জোটের কাছে যে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছিল তা এখনো বহাল আছে তবে নিরাপত্তার প্রসঙ্গটি এখন ব্যাপকভাবে বদলে গেছে। তিনি সুস্পষ্ট করে বলেন কৌশলগত স্থিতিশীলতার জন্য রাশিয়া কোনোভাবেই ছাড় দেবে না। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ