16 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’, ধ্বংস করল যুদ্ধবিমান

কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’, ধ্বংস করল যুদ্ধবিমান

বিমান

বিএনএ বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘নজরদারি’ বেলুন নিয়ে কম জলঘোলা হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মার্কিন মুলুকের আকাশে অনেক উচ্চতায় দেখা গেছে ‘রহস্যজনক একটি বস্তু’।  বিষয়টি নিশ্চিত করেছেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন, রহস্যজনক বস্তুটি দেখামাত্রই যুদ্ধবিমানের মাধ্যমে তা ভূপাতিত করা হয়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বস্তুটি দেশটির ‘আকাশসীমা লঙ্ঘন’ করেছিল। উত্তর-পশ্চিম কানাডার ইউকন এলাকায় একে গুলি করে নামিয়ে আনা হয়।

ট্রুডো জানান, বস্তুটিকে খুঁজে পেতে তড়িঘড়ি করছিল কানাডা ও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলো, যাকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমান।

গত সপ্তাহে এ নিয়ে উত্তর আমেরিকার আকাশসীমায় থাকা তিনটি বস্তু ধ্বংস করল যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও কথা বলেছেন ট্রুডো। দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেছেন।

কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় বেলুন উড়তে দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি, নজরদারি চালাতে গুপ্তচর বেলুন পাঠিয়েছে চীন। বেলুনটি যে চীন থেকে এসেছে, তা স্বীকারও করে বেইজিং। তবে তাদের দাবি ছিল, নজরদারি নয়, আবহাওয়াজনিত পরীক্ষা নিরীক্ষার জন্য বেলুন ওড়ানো হয়েছিল। ভুলবশত তা যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে। তার জন্য দুঃখপ্রকাশ করে বেইজিং।

তবে চীনের সেই বেলুন গুলি করে নামিয়েছিলেন বাইডেন। তার পর শুক্রবারই আলাস্কার আকাশ থেকে আরও একটি রহস্যময় বস্তু গুলি করে নামিয়েছে যুক্তরাষ্ট্র।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ