34 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশিষ্ট নাগরিকদের সাথে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষ

বিশিষ্ট নাগরিকদের সাথে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষ


প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম প্রস্তাবের জন্য বিশিষ্ট নাগরিকদের সাথে বৈঠক করেছে সার্চ কমিটি। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ১২ টার দিকে।

বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। আমন্ত্রণ পা্ওয়া ২০ বিশিষ্ট নাগরিকদের মধ্যে ছিলেন, এ এফ এম হাসান আরিফ, ফিদা এম কামাল, আলী ইমাম মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চেীধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, ড. শাহদীন মালিক, ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. বোরহান ‍উদ্দিন খান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আসিফ নজরুল, ড. মাকসুদ কামাল, প্রফেসর মাহফুজা খানম, মো. জসিম উদ্দিন, মুনিরা খান, শারমিন মুরশিদ, এ জি মাহমুদ আলী।

সার্চ কমিটির সদস্যদের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত আছেন।

ইসি গঠনে আওয়ামী লীগসহ মোট ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল নাম প্রস্তাব করেছে। এ ছাড়া ছয়টি পেশাজীবী সংগঠনের পক্ষ থেক্ও নাম প্রস্তাব করা হয়েছে। দুপুরে বিশিষ্ট নাগরিকদের সাথে আরেকটি বৈঠক হ্ওয়ার কথা রয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ