25 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » পিকআপভ্যানের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

পিকআপভ্যানের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা বিশ্বরোড এলাকায়  পিকআপভ্যানের ধাক্কায় রুস্তম আলী (৩৭) নামের এক সবজি ব্যবসায়ী মারা গেছেন। শনিবার(১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাই মোহাম্মদ আলী বলেন, রোস্তম আলী যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে সবজি ব্যবসা করতো। গতকাল শুক্রবার ফজর নামাজের পর কাজলা বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে ধাক্কা দিলে রুস্তম আলী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের বাসা যাত্রাবাড়ী দনিয়া সনটেক রোড এলাকায়। নিহত রোস্তমের একটি মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হযেছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ