বিএনএ, বান্দরবান : বান্দরবান পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপির মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর একজন সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ও সিমন সরকার।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএনপির মেয়র প্রার্থী মো.জাবেদ রেজাকে যানবাহনে পোস্টার লাগানোর কারণে পৌরসভা নির্বাচনে আচরণ বিধিমালাভঙ্গের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ এর ৮(৮) ধারা ভংগের অপরাধে একই আইনের ৩১ ধারায় এ জরিমানা করা হয়।
এছাড়া, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণার সময় ব্যানারে দলীয় প্রধান ছাড়া অন্যের ছবি ব্যবহার, গাড়ি ব্যবহার করে শোডাউন এবং নির্ধারিত সময়ের পূর্বে মাইক ব্যবহার করার অপরাধে মো. সাইদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ এর ৮(৫), ১৩(ক), ২১(২) ধারা ভংগের অপরাধে একই আইনের ৩১ ধারায় এ জরিমানা করা হয়।
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিএনএনিউজ/ এইচ.এম।