18 C
আবহাওয়া
৯:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, দুই জনকে জরিমানা

বান্দরবানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, দুই জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ৩২০০ টাকা জরিমানা

বিএনএ, বান্দরবান : বান্দরবান পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপির মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর একজন সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ও সিমন সরকার।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএনপির মেয়র প্রার্থী মো.জাবেদ রেজাকে যানবাহনে পোস্টার লাগানোর কারণে পৌরসভা নির্বাচনে আচরণ বিধিমালাভঙ্গের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ এর ৮(৮) ধারা ভংগের অপরাধে একই আইনের ৩১ ধারায় এ জরিমানা করা হয়।

এছাড়া, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণার সময় ব্যানারে দলীয় প্রধান ছাড়া অন্যের ছবি ব্যবহার, গাড়ি ব্যবহার করে শোডাউন এবং নির্ধারিত সময়ের পূর্বে মাইক ব্যবহার করার অপরাধে মো. সাইদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ এর ৮(৫), ১৩(ক), ২১(২) ধারা ভংগের অপরাধে একই আইনের ৩১ ধারায় এ জরিমানা করা হয়।

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার