বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। পুলিশের ধারণা রাতে কে বা কারা ওই ব্যক্তিকে মেরে এখানে মরদেহটি ফেলে গেছেন।
নিহতের বয়স আনুমানিক ৪৮-৫০ বছর। নিহতের মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে আমরা ঘটনাস্থলে এসেছি এখন পর্যন্ত মরদেহ উদ্ধারে কাজ করতেছি। পরিচয় শনাক্তেও কাজ করা হচ্ছে।
বিএনএনিউজ/ বিএম