16 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

বিএনএ, যশোর: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, পুটখালী গ্রামের আতিয়ার সর্দারের ছেলে আবু সাঈদ, দক্ষিন বারপোতা গ্রামের আব্দুল্লাহ সর্দারের ছেলে আরিফ হোসেন, শিকড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে কবির হোসেন, নামাজ গ্রামের মৃত ইলিয়াস কাঞ্চনের ছেলে বাবু আব্বাস আলী, ঘিবা গ্রামের সুরত আলীর ছেলে খাইরুল ইসলাম, ভবারবেড় গ্রামের সিরাজ মীরের ছেলে সালাম, সাদিপুর গ্রামের জাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে বছির ও ভবারবেড় গ্রামের মৃত আবু তাহের শেখের ছেলে টুটুল শেখ।

আরও পড়ুন: 

শার্শায় বোরো আবাদে খরচ বেশির আশঙ্কা

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের যশোর কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ