26 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে


বিএনএ, নেত্রকোনা : দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার(১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি সদস্যসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ সকালের দিকে ভোট কেন্দ্র পরিদর্শনে করেছেন।
পৌরসভার ৯টি কেন্দ্রে ৭৬টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে এ ভোট গ্রহণ চলছে। সকালের দিকে ভোটারদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎসবমুখর পরিবেশে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, পূর্ববর্তী মেয়র মো. আলাল উদ্দিন মারা যাওয়ায তার পদটি খালি হয়। উপ-নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ‘নৌকা’ প্রতীক নিয়ে মাওঃ মো. আব্দুস ছালাম, স্বতন্ত্র প্রার্থী ‘নারিকেল গাছ’ প্রতীকের শুভেন্দু সরকার পিন্টু, ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের মুহাম্মদ আব্দুল মান্নান। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হজিার ৭৮১। এর মধ্যে পুরুষ ১০ হাজার ০৬৬ ও মহিলা ১০,৭১৫ জন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন,নির্বাচন সুষ্টভাবে করার লক্ষে মাঠ পর্যায়ে পুলিশ, বিজিবি, ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার কাজে রয়েছে । শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ চলছে। আশা করি এটা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। কোথাও কোন বিশৃংখলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

পৌরসভার ভোটার স্বপন সাহা জানান, কোন প্রকার ঝামেলা ছাড়াই ইভিএমে ভোট দিতে পেরেছেন তিনি। তিনি আরো বলেন, ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ।

বিএনএ/ফেরদৌস আহমাদ বাবুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ