বিএনএ,বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে কৃষকের ৬ একর জমির ধান। শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের মহাজন বাড়িতে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক প্রিতম দাশ রোববার(১১ ডিসেম্বর) থানায় অভিযোগ দায়ের করেছেন।
কৃষক জানান, বর্গা নিয়ে প্রায় ৬ একর জমিতে আমন ধান চাষ করেছিলাম। পাকা ধান কেটে বাড়ীর পুকুর পাড়ে স্তুপ করে রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, আগুনের ঘটনাটি ক্ষতিগ্রস্থ কৃষক মৌখিকভাবে জানিয়েছেন। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক জানান, কৃষকের অভিযোগ পেয়েছি। এ ঘটনা কারা ঘটিয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।
বিএনএ/ বাবর মুনাফ, ওজি
Total Viewed and Shared : 110