36 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে ভোটকেন্দ্রে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারে ভোটকেন্দ্রে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারে ভোটকেন্দ্রে গোলাগুলিতে নিহত ১

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আক্তারুজ্জামান পুতু (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।গুলিবিদ্ধ হয়েছেন ইউপি সদস্য প্রার্থীসহ অন্তত ছয়জন। ঘটনার পর থেকে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শেখ কামাল, শেখ কামাল সমর্থিত মোবারক হোসেন লালু, আজিজুল হক, অপর ইউপি সদস্য প্রার্থী আবু বক্কর ছিদ্দিক বাবুলের সমর্থক বড় মিজান, আমিনা খাতুন, মোবারক, রহিম উল্লাহ ও রবিউল্লাহ। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে মারামারি লাগে বলে তিনি জানতে পেরেছেন। এরপর কেন্দ্রের বাইরে গিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর আক্তারুজ্জামান পুতু নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শেখ কামালের চাচাতো ভাই।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ