16 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নাটোরে বজ্রপাতে দুজনের মৃত্যু

নাটোরে বজ্রপাতে দুজনের মৃত্যু


বিএনএ ডেস্ক : নাটোরের হালতি বিলে শামুক সংগ্রহ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো দুজন।

নিহতরা হলেন– নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেন মণ্ডলের ছেলে মোমিন হোসেন এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা গ্রামের সাদেক আলীর ছেলে রায়হান আলী।

নলডাঙ্গা থানার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, আজ হালতিবিলে নৌকা নিয়ে কয়েকজন মিলে শামুক সংগ্রহ করতে যায়। শামুক সংগ্রহ করার সময় হঠাৎ বজ্রপাতে একটি নৌকায় থাকা মোমিন হোসেন ঘটনাস্থলে মারা যান। নৌকায় থাকা অপরজন আহত হয়। অপরদিকে বিলের মধ্যে অন্য নৌকায় শামুক সংগ্রহের সময় বজ্রপাতে রায়হান আলী নামে একজনের মৃত্যু হয় এবং একজন আহত হয়।

বিএনএ/ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ