16 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২২

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২২


বিএনএ বিশ্বডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে  ১১৭ জন ।  লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈরুতের কেন্দ্রে এই আক্রমণ ছিল গত এক মাসে ইসরায়েলের তৃতীয় হামলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের মধ্যে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে ইসরায়েলি হামলাগুলো প্রধানত বৈরুতের দক্ষিণ অংশে পরিচালিত হলেও এবার মধ্যাঞ্চলে এলাকায় আক্রমণ করা হলো। হামলার পর শহরের বিশাল এলাকায় ধ্বংসাবশেষের স্তুপ দেখা যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করে।

লেবাননে ইসরায়েলের  অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ