16 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

নোবিপ্রবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

নোবিপ্রবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

বিএনএ, নোবিপ্রবি: ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’। এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার। ‘

মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমাজকর্ম বিভাগ কর্তৃক পরিচালিত সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন একযোগে নোয়াখালীর চারটি বিদ্যালয়- এম এ রশিদ উচ্চ বিদ্যালয়, নোয়াখালী উচ্চ বিদ্যালয়, কালিতারা মুসলিম গার্লস একাডেমি, নূরজাহান মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে এক হাজারের অধিক শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার এবং কর্মশালার আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয়ের এই ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্যের প্রশান্তি উপলব্ধিবোধকরণে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই সেমিনারগুলো আয়োজন করে। সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন বিশ্বাস করে সকলের সম্মিলিত প্রয়াসে একটি শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার রসদ পাওয়া যায়।

ফাউন্ডেশনটির সভাপতি মিরাজ আহমেদ সাকিন বক্তব্য বলেন, ‘মানসিক স্বাস্থ্যের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিলো আমাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। তাই শিক্ষার্থীদের সচেতন করতে আমরা একযোগে ৪ টি বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থীদের সাথে নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজন করেছি।’

আরও পড়ুন: সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সুস্থতায় দোয়া কামনা

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ‘মানসিক স্বাস্থ্য আজ বিশ্বব্যাপি মানবাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীদের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। স্কুলগুলোর প্রধান শিক্ষকগণ ভবিষ্যতেও আমাদের এই পদক্ষেপ চলমান রাখতে অনুরোধ করেছেন।’

বিএনএনিউজ/ শাফি/ বিএম

Loading


শিরোনাম বিএনএ