আফগানিস্তানের প্রাইভেট বিমান সংস্থা কাম এয়ার এর ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান।
খামা প্রেস এজেন্সির সোমবারের এক খবরে বলা হয়, আকস্মিকভাবে পাকিস্তান কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা দেয়ায় গত কয়েকদিন ধরে কাবুল থেকে কাম এয়ারের কোন বিমান পাকিস্তানে যাচ্ছে না। এ ব্যাপারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয় নি।
কাম এয়ার লাইন্স কর্তৃপক্ষ ১০ অক্টোবর বলেছে, পাকিস্তানের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। অন্যদিকে
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স(পিআইএ) যথারীতি কাবুল থেকে পাকিস্তানে ফ্লাইট অপারেশন অব্যাহত রেখেছে।
একসময় জনপ্রতি মাত্র ৩শত মার্কিন ডলারের ভাড়ায় কাবুল থেকে যাত্রী বহন করতো পিআইএ। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর বর্তমানে সে ভাড়া আড়াইহাজার ডলারে উন্নীত হয়েছে।
বিএনএনিউজ২৪, এসজিএন