17 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » এবার প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল

এবার প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল

BRAZIL

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হারের পর সবশেষ ইকুয়েডরের বিপক্ষে জয় পেয়েছিল ব্রাজিল। ১ গোলের সেই জয়ের পর কোচ দরিভাল জুনিয়র জানিয়েছিলেন, তার দল অবশ্যই ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে। কিন্তু সেলেসাওদের নিয়ে এমন আত্মবিশ্বাস দেখানোর পরের ম্যাচেই লজ্জার হার দেখতে হলো তাকে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে পুঁচকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি হেরেছে ব্রাজিল। সবশেষ পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার।

২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হারের পর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি জিতেছিল ব্রাজিল। এরপর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে দরিভাল নিশ্চয়তা দিয়ে বলেছিলেন, তার দল অবশ্য আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে। এমনকি তার এমন ভবিষ্যদ্বাণীর ভিডিও করেও রাখতে বলেছিলেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি শেষ না হতেই দরিভালের এমন কথা নিয়ে শুরু হয়েছে সমালোচনা আর ব্যাঙ্গ-বিদ্রূপ। দলে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের মত গোল স্কোরার, আলিসন বেকারের মত গোলরক্ষক, রক্ষণে মার্কিনিওস, গ্যাব্রিয়েল, দানিলোদের মত ফুটবলাররা থাকার পরও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে নিজেদের জাত চেনাতে পারেনি সেলেসাওরা।

ম্যাচ শেষের বাঁশিতে পুরো প্যারাগুয়ে যখন আনন্দে ভাসছে, তখন শোকের প্রকাশও যেন করতে ভুলে গিয়েছিল ব্রাজিল। পুরো ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণে কিছুই রাখা হয়নি তাদের। এমনকি ম্যাচ হারের অনুভূতিও না। ৯০ মিনিটের খেলায় ব্রাজিল সবশেষ প্যারাগুয়ের কাছে হেরেছিল সেই ২০০৮ সালে। ক্যালেন্ডারের পাতায় ১৬ বছর পর এমন বাজে অবস্থান দেখল সেলেসাওরা। মাঝে কোপা আমেরিকায় দুই দফায় হারলেও সেটা ছিল টাইব্রেকারে।

র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল পঞ্চম। প্যারাগুয়ে আছে ৬২তম স্থানে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারোর কৌশল ছিল পরিষ্কার। আগে ঘর সামলাও, এরপর আক্রমণ। কৌশল কাজে দিল ঠিকঠাক। মাত্র একদিন আগেই বিশ্বকাপ ফাইনালে খেলার নিশ্চয়তা দেয়া ব্রাজিল এবার পড়লো লজ্জার এক হারের সামনে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারের মুখ দেখল ব্রাজিল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত