16 C
আবহাওয়া
৬:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » নেইমার-মেসি ছাড়া বড় জয় পিএসজির

নেইমার-মেসি ছাড়া বড় জয় পিএসজির

পিএসজি

বিএনএ,স্পোর্টসডেস্ক : ফরাসি লিগ ওয়ানে ক্লেহমোর ফুটকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি । শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে পিএসজির ঘরের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে ।জোড়া গোল করেন আন্দের এররেরা এবং একটি করে করেন কিলিয়ান এমবাপে ও ইদ্রিসা গেয়ি।

৫ খেলায় ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে র্শীর্ষে পিএসজি। সমান খেলায় ২ জয় ২ ড্র ও ১ হারে তিনে ক্লেহমোর ।

ম্যাচের ২০ মিনিটে পিএসজিকে এগিয়ে নেন আন্দের এররেরার গোলে।এর এগার মিনিট পর আবারও গোল করে লিড দ্বিগুন করে এররেরা।

দ্বিতীয়ার্ধের ১০ তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান এমবাপে।মাঝমাঠের আগে থেকে উঁচু থ্রু বল বাড়ান ইউলিয়ান ড্রাক্সলার। গতিতে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল ধরে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।এই গোলে লিগে তার ৪ গোল।৬৭ তম মিনিটে হেডে গোল করে ৪-০ স্কোরলাইন করেন গেয়ি ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ