16 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » আইপিএলে পাঞ্জাব দলে মারক্রাম

আইপিএলে পাঞ্জাব দলে মারক্রাম

আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলবেন মাকরাম

বিএনএ,স্পোর্টসডেস্ক : পাঞ্জাব কিংস দলের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকান এইডেন মারক্রাম। ইংলিশ খেলোয়াড় দাভিদ মালানের পরিবর্তে খেলবেন এই ব্যাটিং অলরাউন্ডার। পাঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেক হবে এই প্রোটিয়া টপ অর্ডারের।

গত রাতে  শ্রীলংকার বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলার পর আইপিএলে কিংসের হয়ে খেলার সুযোগ আসে তার। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৭ টি-টোয়েন্টিতে রান করেছেন ১৪০৩ রান যাতে আছে ১২টি ফিফটি, স্ট্রাইক রেট ১২৮.২৪।
শ্রীলংকার বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস

বর্তমানে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সঙ্গে শ্রীলংকা সফরে আছেন মারক্রাম। আশা করা যায় ১২ ও ১৪ সেপ্টেম্বর বাকী থাকা দুই টি-টোয়েন্টি ম্যাচের পর পাঞ্জাব দলে যোগ দিবে তিনি।

১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে আইপিএলের বাকি অংশের খেলা শুরু হবে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ