25 C
আবহাওয়া
২:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিসহ সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সাধারন শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুসারে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

রোববার (১১ আগস্ট) বেলা ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভার সিদ্ধান্ত অনুসারে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে আজ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো প্রকার রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ/ছায়া সংগঠন, লেজুরবৃত্তিক প্যানেল/পরিষদ/সমিতির সাথে জড়িত থাকতে পারবেন না অর্থাৎ সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয় এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য বরাবর দুই দফা লিখিত দাবি পেশ করে। শিক্ষার্থীদের দাবি দুটি হলো ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ফেডারেশন বিলুপ্ত ঘোষণা করতে হবে।

শিক্ষার্থীদের দ্বিতীয় দাবিটি ছিলো দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

বিএনএ, রবিউল/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ